বেদখল হওয়া খাল ও সড়ক উদ্ধারের পর সেগুলো রক্ষায় সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয়দের সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।
বুধবার সকালে রাজধানীর কুনিপাড়ায় উত্তরা মোটরস মোড় থেকে হ্যাপি হোমস হাউজিং পর্যন্ত রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেয়র। বলেন রাস্তা, খাল ও ড্রেনেজ ব্যবস্থা সঠিকভাবেই জনগণের কাছে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু এগুলো যাতে দখল না হয়, অপরিচ্ছন্ন বা অকার্যকর না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।
সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কুনিপাড়ার নতুন আধা কিলোমিটার সড়ক উদ্বোধন করেন মেয়র। এই পুরো প্রকল্পে ব্যয় ধার্য করা হয়েছে প্রায় ২ কোটি ৬৩ লাখ টাকা।
Leave a reply