আগামী ১ জুলাই থেকে দেশে অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু হবে

|

আগামী ১ জুলাই থেকে দেশে অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তবে, ১ জুলাইয়ের আগে গ্রাহকের হাতে যেসব হ্যান্ডসেট রয়েছে, তা নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। এই সেটগুলো বন্ধের প্রক্রিয়ার মধ্যে পড়বে না।

আজ বৃহস্পতিবার বিকেলে, বিটিআরসি’র কার্যালয়ে টেলিকম খাতের সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জানান, অবৈধ মোবাইল সেট বন্ধ এবং বৈধ সেট নিবন্ধনের জন্য ডিসেম্বরে নিয়ন্ত্রক সংস্থার সাথে চুক্তি করেছে দেশিয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কর্মদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটি রেজিস্টার সিস্টেম চালু করতে হবে সিনেসিসকে। ১ জুলাইয়ের পর থেকে অপারেটরদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অবৈধ সেট বন্ধ হয়ে যাবে।

চেয়ারম্যান জানান, দ্রুত ফাইভ জি চালুর লক্ষ্যে চলতি মাসেরই এর খসড় নীতিমালা প্রণয়ন করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply