বাবার জন্য ভোট চাইতে মাঠে নায়ক রোশান

|

আখাউড়া প্রতিনিধি:

বাবার পক্ষে ভোট চাইতে এবার আখাউড়া পৌরসভার নির্বাচনী মাঠে নামলেন একমাত্র ছেলে অভিনেতা জিয়াউল হক রোশান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী বাবা নূরুল হক ভুঁইয়ার পক্ষে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি।

শনিবারসহ গত দু’দিন পৌরসভার দূর্গাপুর, নারায়ণপুর, দেবগ্রাম ও পৌরশহরের সড়কবাজার এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন রোশান। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে বাবার জন্য ভোট চান।

জানা গেছে, অভিনেতা জিয়াউল হক রোশানের বাবা মোহাম্মদ নুরুল হক ভুঁইয়া আখাউড়া পৌরসভার প্রতিষ্ঠাতা ৯ বছর পৌর মেয়র ছিলেন। তাছাড়াও তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়নের তিনবারের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আগামী ১৪ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ফের নির্বাচন করতে যাচ্ছেন নুরুল হক ভুঁইয়া। তাই বাবার প্রচারণায় এখনই নেমে পড়েছেন রোশান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে নিয়ে একের পর এক আবেগঘন পোস্ট দিচ্ছেন। আখাউড়ায় এসে জনসংযোগ করছেন। উঠান বৈঠকেও বক্তব্য রাখছেন নায়ক রোশান।

রোশান যমুনা টেলিভিশনকে বলেন, আমার বাবার জনপ্রিয়তা বারবার নির্বাচিত হওয়া থেকেই বোঝা যায়। তিনি সাধারণ মানুষের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারেন। রাত নেই দিন নেই, বাবা সবার সমস্যায় এগিয়ে যান। তিনি বলেন, বাবার জীবদ্দশায় টানা জন প্রতিনিধিত্ব করলেও শহরে আমাদের একটি মাথা গোঁজার ঠাঁই নেই, নেই ব্যাংক ব্যালেন্স। বাবা সৎ মানুষ বলেই এবারও তিনি নির্বাচিত হবেন বলে বিশ্বাস। এসময় সঙ্গে তার বাল্য বন্ধুরাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আখাউড়া নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল শুরু হবে ১৭ জানুয়ারি। বাছাই ১৯ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি। আখাউড়া পৌরসভায় ইভিএমে ১৪ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply