সহকারী কোচ ও স্টাফসহ করোনায় আক্রান্ত হয়েছেন আবাহনীর পাঁচ ফুটবলার। তাদের করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন ম্যানেজার সত্যজিত দাস রুপু। কোভিড পজিটিভ হওয়া পাঁচ ফুটবলার হলেন দীপক রয়, হৃদয়, আল আমিন হাসান আনাফ,রুবেল মিয়া ও ফয়সাল আহমেদ শীতল। এছাড়া করোনা আক্রান্ত হয়েছেন সহকারী কোচ জাকারিয়া বাবু ও স্টাফ ইমন।
আক্রান্ত ফুটবলারদের ক্লাবের আলাদা দু’টি কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার ফেডারেশন কাপের সেমিফাইনালে ম্যাচের আগে করোনা টেস্ট করান আবাহনী ফুটবলাররা।
শনিবার টেস্টের রেজাল্টে পাঁচ ফুটবলারের করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। অবশ্য করোনার কোন ধরণের লক্ষণ নেই পজিটিভ আসা পাঁচ ফুটবলারের শরীরে।
Leave a reply