ভারতের সুপ্রিম কোর্টে কৃষক আন্দোলন নিয়ে একাধিক মামলার শুনানি আজ। তবে নতুন কৃষি আইন বাতিল ছাড়া কোনো সমাধান নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা।
এক বিবৃতিতে কৃষক সংগঠনগুলোর জোট AIKSCC’র দাবি, কৃষি আইনের বিষয়টি আদালতে নিষ্পত্তি যোগ্য নয়। বরং রাজনীতিবিদদেরই করতে হবে সমাধান। আইন প্রত্যাহার না করলে দিল্লির অন্যান্য সীমান্তও বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা।
আন্দোলনকারীদের সাথে সমঝোতায় এ পর্যন্ত ৮ দফা বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। তবে আইন প্রত্যাহার ছাড়া অন্য কোনো প্রস্তাবে রাজি নয় কৃষকরা। দু’পক্ষের পরবর্তী বৈঠক আগামী ১৫ জানুয়ারি।
Leave a reply