সাঈদ খোকনের বিরুদ্ধে মেয়র তাপসের পৃথক ২ মামলা

|

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে পৃথক দুই মামলা হয়েছে।

সোমবার সকালে ঘোষণা দেয়ার পরপরই এ মামলা করেন মেয়র। এর আগে সকালে রাজধানীর মানিকনগর ওয়াটার স্লুইস গেট ও ওয়াসা পাম্প হাউজ পরিদর্শনে তিনি মামলা করার কথা জানান।

এসময় তাপস আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, কালভার্ট থেকে বর্জ্য অপসারণ- সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞ শুরু হয়েছে। একইসাথে, গোপীবাগ ৮ নম্বর ওয়ার্ডে জানুয়ারিতে শুরু হওয়া কাজ আগামী মার্চে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার অভিযোগ দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণে কোনও কাজ হয়নি।

এর আগে শনিবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস ডিএসসিসির শতশত কোটি টাকা নিজের মালিকানাধীন ব্যাংকে হস্তান্তর করেছেন বলে অভিযোগ করেন দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply