বাইডেনের শপথগ্রহণকে ঘিরে আবারও ট্রাম্প সমর্থকদের হামলার প্রস্তুতি!

|

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণকে ঘিরে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প সমর্থকরা। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এফবিআই’র এ হুঁশিয়ারির পরই, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ১৫ হাজার সদস্য মোতায়েন নিশ্চিত করেছে প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

এরই মধ্যে রাজধানীতে পৌঁছে গেছে ৬ হাজারের বেশি সেনা। নতুন করে সহিংসতার শঙ্কায় এরই মধ্যে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে ওয়াশিংটন মনুমেন্টসহ ক্যাপিটল হিলের আশপাশের এলাকা। গোয়েন্দা তথ্যে দাবি, ৫০ অঙ্গরাজ্যের ক্যাপিটলে অবস্থান নেয়ার পরিকল্পনা রয়েছে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের। এ অবস্থায় ২০ জানুয়ারির শপথগ্রহণে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে এ লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ইউএস সিক্রেট সার্ভিস।

গেলো ৬ জানুয়ারি, নির্বাচনে হার মানতে ফের অস্বীকৃতি জানিয়ে জনসমাবেশে ট্রাম্পের উস্কানির পরপরই নজিরবিহীন আক্রমণ হয় মার্কিন কংগ্রেস। যাতে প্রাণ যায় পুলিশ ও নারীসহ কমপক্ষে পাঁচজনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply