করোনা মহামারির মধ্যেও ভারতের গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা। যাতে অংশ নিয়েছেন লাখ-লাখ তীর্থযাত্রী। পাপ মোচনের পাশাপাশি মহামারি থেকে মুক্তির প্রত্যাশায় পূজা দিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা।
কোভিড-নাইনটিনের ঝুঁকি বিবেচনায় কর্মকর্তারা বেশি মানুষের অংশগ্রহণ নিরুৎসাহিত করেছেন। বলেছেন, করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিতরাই যোগ দিতে পারবেন মেলায়। সব সময় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। কিন্তু, ভারতীয় গণমাধ্যম বলছে- পূণ্যার্থীরা মানছেন না কোন শিষ্টাচার।
সাড়ে ৩ মাসের পরিবর্তে এবার কুম্ভ মেলা হবে ৪৮ দিন। সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত ১০ কোটি ৫২ লাখের বেশি মানুষ। বর্তমানে, মৃত্যুহার কমে এলেও মোট প্রাণহানি এক লাখ ৫২ হাজারের মতো।
Leave a reply