বাংলাদেশ সফরে এসে করোনা আক্রান্ত হয়েছেন উইন্ডিজ দলের হেইডেন ওয়ালশ। বুধবার করা দ্বিতীয় করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন এই লেগ স্পিনার।
১০ জানুয়ারি তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ঢাকায় আসে উইন্ডিজ। ঢাকায় আসার পর প্রথম করোনা পরীক্ষায় ৩৮ জনের বহরের সবাই করোনা নেগেটিভ হন। তবে শর্ত ছিলো দ্বিতীয়বার করোনা পরীক্ষার ফল আসার পরেই মিরপুরে অনুশীলন শুরু করবে দলটি। বুধবার করা সেই পরীক্ষা। যেখানে আক্রান্ত হন হেইডেন ওয়ালশ।
সিরিজ থেকে ছিটকে যাওয়া এ্ই লেগ স্পিনার বর্তমানে আইসোলেশনে আছেন। আজ আরো একবার পরীক্ষা করা হবে। পুরোপুরি সুস্থ হওয়ার পরেই দেশে ফিরতে পারবে ওয়ালশ।
Leave a reply