রাজধানীসহ দেশের তাপমাত্রা আরও কয়েকদিন অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার সকালে আবহাওয়া অধিদফতর থেকে এই তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ ডা. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, তবে চলতি মাসের ১৮-১৯ তারিখ ঢাকাসহ সারা দেশে হালকা বৃষ্টি হতে পারে। তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান এই কর্মকর্তা। দেশের উত্তরাঞ্চল রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, রংপুরসহ কয়েকটি জেলার ওপর দিয়ে এখনো মৃদু শৈত্য প্রবাহ চলছে বলেও জানান তিনি।
তবে কয়েক দিনের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁয় ৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
Leave a reply