দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না; এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, আইনগত অভিযোগ থাকায় চতুর্থ ধাপে নরসিংদী পৌরসভার মেয়র প্রার্থী পরিবর্তন করা হয়েছে। দেয়া হয়েছে নতুন প্রার্থী।
দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি বলে দাবি করেন ওবায়দুল কাদের।
শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রূপান্তর করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ভীতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।
Leave a reply