প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে ২৪ হাজার ৮০০ পিস ইয়াবা বহনকালে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার সকালে রাজধানীর কাওরানবাজার এলাকায় থেকে গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ীদের।
র্যাব কর্মকর্তা জানায়, আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতরে লুকিয়ে রাখা মাদক পাওয়া যায়। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে কক্সবাজার হতে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছিল এই চক্রটি।
এছাড়া গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a reply