ভারতে কাল থেকে অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরু

|

ভারতে কাল থেকে অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরু

ভারতে কাল থেকে শুরু হচ্ছে সেরাম ইনস্টিটিউট এর তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরইমধ্যে দেশটির তিন হাজারের বেশি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেছে টিকার চালান। প্রথম দিন করোনার ভ্যাকসিন দেয়া হবে ৩ লাখ স্বাস্থ্যকর্মীর শরীরে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে চাহিদাও বেশি।

তবে মোদি প্রশাসন বলছে, শিগগিরই ৩০ কোটি নাগরিককে আনা হবে ভ্যাকসিনের আওতায়। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ফ্রন্টলাইনার্সরা; দ্বিতীয় ধাপে ২৭ কোটি সাধারণ মানুষের শরীরে প্রয়োগ করা হবে টিকা। এক্ষেত্রে গুরুত্ব পাবে ৫০ বছরের ওপরের নাগরিকরা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটির দুটি ডোজ ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে শরীরে প্রয়োগ করতে হবে। ফ্রিজেই করা যাবে সংরক্ষাণ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply