ভারতে করোনার টিকা প্রয়োগ শুরু

|

ভারতে করোনার টিকা প্রয়োগ শুরু

ভারতে আনুষ্ঠানিকভাবে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন ভ্যাকসিন প্রয়োগ করা হবে ৩ লাখ স্বাস্থ্যকর্মীর শরীরে। এরই মধ্যে বিভিন্ন রাজ্যের ৩ হাজার স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে গেছে সেরামের ভ্যাকসিন। প্রত্যেক কেন্দ্রে একশ’ জনের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন।

২৮ দিনের ব্যবধানে দিতে হবে দ্বিতীয় ডোজ। কয়েক মাসের মধ্যে ৩০ কোটি নাগরিককে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে চায় মোদি সরকার। এর মধ্যে অগ্রাধিকার পাবে ৩ কোটি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইনার্স। দ্বিতীয় ধাপে দেয়া হবে সাধারণ নাগরিকদের। তাদের মধ্যে অগ্রাধিকার পাবে ৬০ ঊর্ধ্ব মানুষ।

ভারত সরকারের পক্ষ থেকে গতকাল এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, ১৮ বছরের নিচে কাউকে, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন এমন মা এবং গর্ভবতী কোনো নারীকে ভ্যাকসিন দেয়া যাবে না।

প্রথম ১০ কোটি ডোজ ২০০ রুপি করে ভারত সরকারকে দেবে সেরাম ইনস্টিটিউট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply