উগান্ডায় নির্বাচনে ফের কারচুপির অভিযোগ পরাজিত প্রার্থী ববি ওয়াইনের

|

উগান্ডায় নির্বাচনে ফের কারচুপির অভিযোগ পরাজিত প্রার্থী ববি ওয়াইনের

উগান্ডায় নির্বাচনে ফের কারচুপির অভিযোগ তুললেন পরাজিত প্রার্থী পপ তারকা ববি ওয়াইন। তিনি বলেন, ভোট জালিয়াতি ঢাকতেই দেশব্যাপী ইন্টারনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার।

সংযোগ ফিরলেই প্রকাশ করা হবে জালিয়াতির সব তথ্য। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে জানান, তার স্ত্রী এবং তাকে বাসা থেকে বেরই হতে দেয়া হয়নি। এমনকি কোন গণমাধ্যমকেও ঢুকতে দেয়া হয়নি বাসাতে। সেনা পাহাড়ায় আটকে রাখা হয় তাদের।

অপরদিকে, নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ইউয়োরি মুসোভেনি। বলেন, ইতিহাসের সেরা সচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের তথ্য বলছে, বৃহস্পতিবারের নির্বাচনে ৫৯ শতাংশ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মতো প্রেসিডেন্ট হয়েছেন মুসোভেনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ববি ওয়াইন পেয়েছেন ৩৫ শতাংশ ভোট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply