ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। লন্ডনে ফুলহ্যামকে ১-০ গোলে হারিয়েছে ল্যাম্পার্ডের দল। এ জয়ে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে উঠে এলো চেলসি।
সময়টা মোটেই ভালো যাচ্ছিল না ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতা চেলসির। সবশেষ ছয় ম্যাচের চারটিতে হেরে ব্যাকফুটে ছিলো ব্লুরা। তাইতো পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে ফুলহ্যামের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না চেলসির সামনে।
ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার ল্যাম্পার্ড শিষ্যদের। বলের দখল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় অলিভার জিরুদ-পুলিসিকরা। ২৩ মিনিটে হাকিম জিয়াশের জোরালো শট রুখে দেয় স্বাগতিক গোলকিপার আরিওলা। এরপর বেশকটি সুযোগ পায় সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু মাউন্ট- রুডিগারদের শট প্রতিহত করতে বেগ পেতে হয়নি আরিওলার। বিপরীতে ফুলহ্যামও জালের ঠিকানা খুঁজে পায়নি। যদিও বিরতির আগে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। চেলসির ডিফেন্ডার সেসারকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার অ্যান্তনি রবিনসন। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফুলহ্যাম।
বিরতির পর কাঙ্ক্ষিত গোল পেতে অ্যাটাকিং ফুটবল চেলসির। অবশেষ ৭৮ মিনিটে ডেডলক ভাঙ্গে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। দুর্দান্ত এক শটে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট।
ইউএইচ/
Leave a reply