প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা নারীদের কাজ নয়: রদ্রিগো দুতের্তে

|

প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা নারীদের কাজ নয় বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের ৭৫ বছর বয়সী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি প্রায়ই আপত্তিকর, যৌনবিষয়ক ও নারীবিদ্বেষী দুষ্টু–মিষ্টি মন্তব্য করে থাকেন। খবর সিএনএনের।

খবরে বলা হয়, সম্প্রতি নারীর ক্ষমতায়ন নিয়ে আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচিত- সমালোচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট। শুধু নারী হওয়ার কারণে নিজের মেয়েকেও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার অনুমতি দেননি বলে জানিয়েছেন দুতের্তে।

এ নেতা বলেন, ‘আমার মেয়ে নির্বাচনে লড়বে না। আমি ইন্দেকে নিষেধ করেছি। কারণ আমি প্রেসিডেন্ট হয়ে যার মধ্য দিয়ে যাচ্ছি, সেটা তাকেও যেতে হবে ভেবে তার প্রতি আমার করুণা হয়।

ফিলিপাইনে আগেও দুইজন নারী প্রেসিডেন্ট দেশ শাসন করেছেন। একজন গ্লোরিয়া ম্যাকাপাগাল আরোয়ো এবং অপরজন কোরাজন অ্যাকুইনো।

এর আগেও আপত্তিকর, যৌনতাবাদী ও নারীবিদ্বেষী বক্তব্য রেখেছেন রদ্রিগো দুতের্তে।। যদিও ফিলিপিনো প্রেসিডেন্টের কার্যালয় তার এসব বক্তব্যকে নিরীহ কৌতুক বলে উড়িয়ে দিয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply