করোনায় ১১ মাস বন্ধ থাকার পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে ক্যাম্পাস খুললেও বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ।
বিভিন্ন বিভাগের পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ক্যাম্পাস খোলার খবরে সকাল থেকে আসতে থাকেন শিক্ষার্থীরা। বসেন পরীক্ষার টেবিলে। এতে প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, করোনার প্রভাবে গত বছরের ১৭ মার্চ বন্ধ হয়ে যায় ক্যাম্পাস। এরপর অনলাইনে চলে ক্লাস। একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলা হয়েছে।
Leave a reply