জামাল খাশোগি হত্যার পর্দা ফাঁস করতে চান এনআইএ’র নতুন পরিচালক এভ্রিল হেইনেস

|

জামাল খাশোগি হত্যার পর্দা ফাঁস করতে চান এনআইএ'র নতুন পরিচালক এভ্রিল হেইনেস

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর্দা ফাঁস করতে চান, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা- এনআইএ’র নতুন পরিচালক এভ্রিল হেইনেস।

মঙ্গলবার সিনেটের এক শুনানিতে তিনি হত্যাযজ্ঞের নথিভুক্ত নয় এমন গোপনীয় রিপোর্ট প্রকাশের অনুমতি চান। এরমাধ্যমে সৌদি রাজপরিবারকে রক্ষায় ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা সর্বসম্মুখে প্রকাশ পাবে- এমনটা জানান ডেমোক্র্যাট সিনেটররা।

২০১৮ সালের অক্টোবরে, তুরস্কের সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যার পর; লাশ গুম করা হয়। ধারণা করা হয়, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড। কিন্তু অভিযোগটি প্রমাণ করা যায়নি। পরের বছরই- ৩০ দিনের মধ্যে হত্যাযজ্ঞের রিপোর্ট প্রকাশের বিধান রেখে প্রতিরক্ষা বিল পাস করে মার্কিন কংগ্রেস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply