আস্থাভোটে উৎরে গেলেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। মঙ্গলবার রাতে পার্লামেন্টের উচ্চকক্ষ- সিনেটের ১৫৬ ভোটের মধ্যে ১৪০টি পান তিনি।
একদিন আগেই নিম্নকক্ষে আস্থা ভোটেও উৎরে যান তিনি। পার্লামেন্টের উভয়কক্ষে স্বীকৃতি পাওয়ায়; এবার সরকার পরিচালনায় রইলো না বাধা।
সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ক্ষমতাসীন জোট থেকে সরে যাওয়ায় গেলো সপ্তাহে রাজনৈতিক সংকটে পড়ে ইতালি। তবে, করোনা মহামারি চলাকালে রাজনীতিকদের এ আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ।
Leave a reply