করোনা মোকাবেলায় ভারত সরকারের দেয়া বিশেষ উপহার ২০ লাখ ডোজ ভ্যাকসিন আর কিছুক্ষণের মধ্যেই দেশে পৌঁছাবে। বেলা সাড়ে ১১টায় মুম্বাই বিমানবন্দর থেকে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবে।
১৬৭টি বক্সে আসছে করোনার টিকা। বিমানবন্দর থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা। দুটি ফ্রিজার ভ্যানে করে ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে মহাখালীর ইপিআই ভবনে।
দুপুর সোয়া ১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের কাছে এই ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
প্রথমে ২৭ কিংবা ২৮ তারিখে ২০ থেকে ২৫ জনের দেহে প্রয়োগ করা হবে এ ভ্যাকসিন। কয়েকদিন তাদের পর্যবেক্ষণের পর ৮ ফেব্রুয়ারি থেকে রেজিস্টেশনের মাধ্যমে সারা দেশে শুরু হবে টিকা কার্যক্রম। আপাতত মাসে ৫০ লাখ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে স্বাস্থ্য অধিদফতর।
Leave a reply