দায়িত্ব নেয়ার দিনই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অবিলম্বে প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউজে যাওয়ার পরই একে একে ১৭টি নির্বাহী আদেশ ও ঘোষণায় সই করেন বাইডেন। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকাজ বন্ধ এবং মুসলিম দেশগুলোর ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে শুরু করে আসে, তরুণ অভিবাসীদের সুরক্ষা এবং জাতি ও বর্ণভিত্তিক সমতা নিশ্চিত করাসহ বেশ কিছু নির্দেশ।
এছাড়া গেলো বছর সাবেক প্রেসিডেন্টের বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকেও সরে দাঁড়ান তিনি। মহামারি নিয়ন্ত্রণেও ছিল পৃথক নির্বাহী আদেশ।
Leave a reply