দ্বিতীয় বিভাগের দলের কাছে হেরে কোপা দেল’রে থেকে বিদায় রিয়ালের

|

গেল সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে হেরে সেমিফাইনাল থেকেই সুপার কাপের মিশন শেষ করে গেল আসরের চ্যাম্পিয়নরা। এবার ভক্তদের আরও একদফা হতাশ করেছে বিয়াল। বুধবার রাতে দ্বিতীয় বিভাগের দল আলকাইয়ানোর কাছে ২-১ গোলে হেরে রিয়ালের বিদায় কোপা দেলরে থেকেও।

রাতে প্রথমার্ধের শেষ দিকে রিয়াল ডিফেন্ডার মিলিতাও স্কোর করে দলকে লিড এনে দেন। তবে সেই লিড ধরে রাখতে পারেনি তারা ম্যাচের ৮০ মিনিটে হোসে সোলবিসের কল্যাণে সমতায় ফেরে আলকইয়ানো। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

১০৯ মিনিটে কাসেমিরোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রামোন লোপেস মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণীত হয় আলকাইয়ানোর। তারপরও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১১৪ মিনিটে উল্টো গোল খেয়ে বিদায় নেয় কোপা দেলরে থেকে। অলকিইয়ানোর পক্ষে রিয়ালের জালে বল জড়ান জুয়ানানের


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply