শরীয়তপুর প্রতিনিধি:
সাড়ে পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব থাকায় ধীরগতিতে চলছে ফেরিগুলো। এতে সময় লাগছে বেশি, ফলে ঘাটে বাড়ছে যানবাহনের চাপ।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশা কিছুটা কমতে থাকায় সাড়ে দশটার পর থেকে ফেরি চলাচল শুরু করা হয়েছে। তবে এখনো নদীতে কুয়াশার ঘনত্ব রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরিগুলো ধীরে ধীরে চলাচল করছে।
নরসিংহপুর বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, শৈত্যপ্রবাহ চলছে। এটি আরো কয়েকদিন থাকতে পারে এমনটা আবহাওয়া অফিস জানিয়েছে। আমাদের কর্তৃপক্ষ জানিয়েছেন কুয়াশা বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখতে হবে। তাই দুর্ঘটনা এড়াতে দিনের ভিতর কয়েকবার বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে আমরা যথাসাধ্য ফেরিগুলো চলাচল স্বাভাবিক করে দেই। প্রাকৃতিক দুর্যোগ এটাকে মাথায় রেখেই সবাইকে বিষয়টি মেনে নিতে হবে।
Leave a reply