এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করতে তিনটি বিল সংসদ পাস হয়েছে।
রোববার সকালে আইন প্রনয়ণ কার্যাবলীতে শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি স্থায়ী কমিটি কতৃক সুপারিশকৃত বিলটি পাশের আবেদন করেন।
বিল তিনটি হলো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংশোধন বিল-২০২১, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল-২০২১।
শিক্ষামন্ত্রী সংসদকে জানিয়েছেন, রাষ্ট্রপতির সাক্ষরের পর গেজেট হলে দু’দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। কয়েকজন এমপির সংশোধনী প্রস্তাব আলোচনার পর বিলটি ভোটে দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলই পাস হয়। ফলে, পরীক্ষা ছাড়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশে আর কোন বাধা থাকলো না। মন্ত্রী জানান, আইনি জটিলতা নিরসন হয়েছে, তাই এইচএসসি সমমানের ফল দ্রুত দেয়া হবে। একই সাথে আগামী এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষার বিষয়ে কথা বলেন ডা. দীপু মনি।
মন্ত্রী জানান, আইনি জটিলতা নিরসন হয়েছে, তাই খুব শিগগিরই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
Leave a reply