চীনের স্বর্ণখনিতে আটকে পড়ার ১৪ দিন পর উদ্ধার এক শ্রমিক

|

চীনের স্বর্ণখনিতে আটকে পড়ার ১৪ দিন পর উদ্ধার এক শ্রমিক

চীনের স্বর্ণখনিতে আটকে পড়ার ১৪ দিন পর উদ্ধার হয়েছেন এক শ্রমিক। রোববার সকালে রুদ্ধশ্বাস অভিযানে খনি থেকে বের করে আনা হয় তাকে।

শারীরিক অবস্থা খুবই দুর্বল হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই শ্রমিককে। বাকিদের উদ্ধারেও চলছে সর্বাত্মক চেষ্টা। খনির দেয়ালে ছিদ্র করে পাইপ ঢুকিয়ে তৈরি করা হয়েছে বের করার রাস্তা।

গত ১০ জানুয়ারি খনির গেটে বিস্ফোরণের পর আটকে পড়ে মোট ২২ শ্রমিক। এক সপ্তাহ পর ১২ জনের সাথে যোগাযোগে সক্ষম হয় উদ্ধারকারীরা। এদের মধ্যে মারা গেছে একজন। বাকি ১০ জনের বিষয়ে এখনও কোনো খবর মেলেনি। এছাড়া জীবিতদের খাবার, পানি ও ওষুধ সরবরাহ করা হচ্ছে পাইপের মাধ্যমে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply