আসন্ন ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে ১০০ কিলোমিটার ট্রাক্টর প্যারেডের পরিকল্পনা আন্দোলনরত কৃষকদের। রোববার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিনিধি দল।
জানানো হয়, গাজিপুর, সিঙ্ঘু এবং তিকরি সীমান্ত থেকে শুরু হয়ে রাজধানীতে ঢুকবে প্যারেড। পরবর্তী কর্ম-পরিকল্পনা খুব শিগগিরই জানানো হবে।
তবে দিল্লি পুলিশ বলছে, এখনও কোন লিখিত অনুমতি নেয়নি তারা। ওই দিন রাজধানীতে বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেয়া অসম্ভব। কারণ প্রজাতন্ত্র দিবসে রেডফোর্ডের সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন পরিস্থিতিতে, ৩টি বিতর্কিত কৃষি আইনের ব্যাপারে শুক্রবারও ১১ দফায় সরকার-কৃষক প্রতিনিধি দলের বৈঠক হয়। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।
কৃষকদের অভিযোগ- শিল্পপতিদের পকেট ভারি করতেই নতুন আইন।
Leave a reply