নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার হলেন খোদ প্রধানমন্ত্রী কে. পি. ওলি। দলবিরোধী কর্মকাণ্ডের দায়ে রোববার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা।
মূলত ওলির সদস্যপদ খারিজের পেছনে এনসিপির আরেক অংশের নেতা মাধব নেপাল ও পুষ্প কুমার দহল প্রচণ্ডের ভূমিকাই মুখ্য। তাদের অভিযোগ, ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। ওলিকে জবাবদিহি করতে হবে বলে জানান প্রচণ্ড।
নেপালে তিন বছর আগে নির্বাচনে জয়লাভ করে কমিউনিস্ট পার্টি ও মাওবাদীদের জোট এনসিপি। ৫ বছরের মেয়াদে পর্যায়ক্রমে দু’জন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন বলে চুক্তি ছিল। তবে শর্ত অনুযায়ী প্রচণ্ডকে দায়িত্ব হস্তান্তর করতে চাননি ওলি। বরং পার্লামেন্ট বিলোপ করে এপ্রিল-মে মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি। এ সিদ্ধান্তের প্রতিবাদে কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে দেশটিতে।
Leave a reply