চীনে স্বর্ণখনি থেকে উদ্ধার হলো ৯ শ্রমিকের মরদেহ। নিখোঁজ একজনের সন্ধানে এখনো চলছে শ্বাসরুদ্ধকর অভিযান। দু’সপ্তাহ পর রোববার উদ্ধার পায় জীবিত ১১ শ্রমিকের সবাই।
কিন্তু নিখোঁজদের বের করে আনতে খনির দেয়ালে একাধিক ছিদ্র করে পাইপ ঢুকিয়ে তৈরি করা হয় রাস্তা। একইদিন দলে থাকা নিহত ব্যক্তির মরদেহও উদ্ধার করা হয়।
১০ জানুয়ারি শাংডং প্রদেশের খনিতে বিস্ফোরণের পর ৬শ’ মিটার গভীরে আটকা পড়েন মোট ২২ শ্রমিক। এক সপ্তাহ পর তাদের সাথে যোগাযোগে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পাইপের মাধ্যমেই খাবার পানি ও ওষুধ সরবরাহ করা হয়।
Leave a reply