পাবনা প্রতিনিধি:
পাবনা পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় এক কাউন্সিলর প্রার্থীর ছেলেকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ১১ নম্বর ওয়ার্ডের মক্তবপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে কাউন্সিলর প্রার্থী ফরিদুল ইসলাম ডালুর সমথর্করা মিছিল বের করে। এসময় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সানাউল হক সানুর সমর্থকরা মিছিলে হামলা চালিয়ে কয়েকজনকে পিটিয়ে আহত করে। পরে সংঘর্ষ বেধে যায় দু’পক্ষের মধ্যে। এসময় কাউন্সিলর প্রার্থী সানাউল হকের ছেলে তুহিন গুরুতর আহত হন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Leave a reply