ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের উত্তাল বিক্ষোভের পর রাজধানীসহ সংশ্লিষ্ট রাজ্যগুলোয় বাড়ানো হয়েছে নিরাপত্তা। মঙ্গলবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সে অনুসারে, আজ থেকেই রাজধানী নয়াদিল্লিতে কড়া প্রহরায় আধা-সামরিক বাহিনীর ১৫টি কোম্পানি। এছাড়া, দিল্লি-পাঞ্জাব-হরিয়ানায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যগুলোয় সাময়িকভাবে বন্ধ রয়েছে ইন্টারনেট সংযোগও।
প্রজাতন্ত্র দিবসের কারণে কিষাণ গণতন্ত্র প্যারেড বা ট্রাক্টর র্যালির সময় বেধে দিয়েছিলো দিল্লি প্রশাসন। কিন্তু নীতিমালা উপেক্ষা করেই লালকেল্লায় ঢুকে পড়েন হাজারো কৃষক, চালায় কূটনৈতিক এলাকাগুলোয় নাশকতা। এ সময়, ক্ষুব্ধ কৃষকদের বাধা দিতে গেলে সহিংসতায় আহত হন কমপক্ষে ৮৬ পুলিশ সদস্য।
উল্লেখ্য, বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অক্টোবর থেকে উত্তাল ভারত।
ইউএইচ/
Leave a reply