শেষ মুহূর্তের রোমাঞ্চে ইন্টারের মিলান ডার্বি জয়

|

মিলান ডার্বিতে এসি মিলানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার মিলান। প্রথমে পিছিয়ে পরেও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান।

মিলানোতে নামার আগে বেশ অস্বস্তিতেই ছিলো এসি মিলান। লিগের টেবিলে শীর্ষে থাকলেও সবশেষ ম্যাচে হারের মুখ দেখেছিলো তারা। তবে ম্যাচের ৩১ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচের গোলে লিড নিয়ে বিরতিতে যায় এসি মিলান।

বিরতির পর ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে ইন্টার মিলান। যেখানে ৭১ মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান রোমেলো লুকাকু। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে কপাল পোড়ে এসি মিলানের। এরিকসনের শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত হয় ইন্টার মিলানের। সেমিফাইনালে য়্যুভেন্টাস আর স্পালের ম্যাচে জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে লুকাকুরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply