যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে যুক্ত হয়েছে আরেক বাংলাদেশি-আমেরিকানের নাম। ফারাহ আহমেদ নামের এই নারী গত ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এই প্রথম দেশটিতে কোনো বাংলাদেশিকে এত বড় পদে নিয়োগ দেয়া হলো। ফারাহ আহমেদ বিএনপির সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানের ভাগ্নি। তার বাবা ড. মাতলুব আহমেদ ও মা ড. ফেরদৌস আহমেদ আমেরিকাতে প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন। ফারাহ আহমেদের নানা ড. আব্দুল বাতেন খান বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন।
শিক্ষা জীবনে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন তিনি। এর আগে, গ্রাহক আর্থিক সুরক্ষা ব্যুরোতে চিফ অপারেটিং অফিসারের সিনিয়র উপদেষ্টা হিসাবে কাজ করেন তিনি।
ইউএইচ/
Leave a reply