মুন্সিগঞ্জ প্রতিনিধি:
পদ্মা নদীতে ঘনকুয়াশায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে যাওয়ায় বুধবার সকাল ৭টা থেকে পুনরায় নৌ-রুটটিতে ফেরি চলাচল শুরু হয়।
বর্তমানে নৌ-রুটটিতে ১৪টি ফেরি চলাচল করছে। এর আগে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে মধ্যরাত আড়াইটার দিকে নৌ-রুটে ফেরিসহ সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু করায় বর্তমানে স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ফেরিগুলো নদীতে সাবধানতা বজায় রেখে চলছে।
এদিকে, কুয়াশা কেটে যাওয়ায় ফেরি ছাড়াও ৮৭টি লঞ্চ ও ২ শতাধিক স্পিডবোট এ নৌ-রুটে চলাচল করছে বলে বিআইডাব্লিউটিএ সূত্রে জানা গেছে।
ইউএইচ/
Leave a reply