চট্টগ্রাম ব্যুরো:
নির্বাচনের মধ্যেই চট্টগ্রামের পাহাড়তলীতে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। সকাল পৌনে ৮টায় ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের বারো কোয়ার্টার এলাকায় ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নেজাম উদ্দিন মুন্না (৩৫)।
স্থানীয়রা জানান, দু’ভাই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থক। তাছাড়া পারিবারিকভাবেও ভাইয়ে ভাইয়ে বিরোধ রয়েছে। এরই জের ধরে সকালে মুন্নাকে তার ভাইয়েরা প্রথমে ছুরিকাঘাত এবং পরে জবাই করে হত্যা করেছে।
পাহাড়তলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি পারিবারিক সহিংসতার ঘটনা বলে দাবি পুলিশের।
ইউএইচ/
Leave a reply