করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি সম্পন্ন করেছে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। বুধবার বিকেলে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইতিমধ্যে কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা পৌঁছেছে বলে জানিয়েছেন ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্স চৌধুরী। বলেন, সকালে ইপিআই বিভাগ থেকে ২০০ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে।
হাসপাতালের পরিচালক জানান, ভ্যাকসিনেশন পরবর্তী পর্যবেক্ষণের প্রস্তুতিও নেয়া হয়েছে। কারো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে ব্যবস্থা নেয়া হবে। হাসপাতালের একজন নার্স প্রথম টিকা নেবেন। দেশে প্রথম ভ্যাকসিনেশন কুর্মিটোলায় শুরু হওয়ায় খুশি হাসপাতালটির পরিচালক।
ইউএইচ/
Leave a reply