নাভালনির জামিন আবেদন খারিজ করে দিয়েছে মস্কোর আদালত

|

রাশিয়ার বিরোধী দলীয় প্রধান অ্যালেক্সাই নাভালনির জামিন আবেদন খারিজ করে দিয়েছে মস্কোর আদালত। বৃহস্পতিবার হয় শুনানি।

এসময়, কারাগার থেকে ভিডিও লিংকে আদালতে হাজিরা দেন পুতিনের এই কট্টর সমালোচক। আত্মপক্ষ সমর্থনে জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সবই বানোয়াট। বিরোধী দলকে কোনঠাসা করতেই সরকারের এ অপচেষ্টা।

নাভালনি আদালতকে বলেন, বিক্ষোভ-সমাবেশে এলোপাতাড়ি ধরপাকড় চালিয়ে সাধারণ মানুষের কণ্ঠস্বর রোধ করতে পারবে না পুতিন প্রশাসন। ৪৪ বছর বয়সী এই রাজনীতিকের মুক্তির দাবিতে, বৃহস্পতিবারও হাজার-হাজার মানুষ নামেন রাজপথে।

গেলো সপ্তাহের আন্দোলন থেকে আটক হন ৩ হাজারের মতো বিক্ষোভকারী। গেলো বছর, প্রাণঘাতী নোভিচক প্রয়োগ করা হয় নাভালনিকে। দীর্ঘদিন জার্মানিতে চিকিৎসার পর গত ১৭ জানুয়ারি তিনি দেশে ফেরেন। এসময় বিমানবন্দরেই তাকে গ্রেফতার করে রাশিয়া পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply