ক্রিকেট নয় লর্ডস এখন ব্যাবহিত হচ্ছে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের কাজে। প্রায় ২০০ বছরের পুরনো এই ক্রিকেট গ্রাউন্ডে করোনার ভ্যাকসিন নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত ব্রিটিশ নাগরিকরা।
গত রোববার থেকে লর্ডস টিকা-কেন্দ্রে শুরু হয় ভ্যাক্সিনেশনের কাজ। স্টেডিয়ামের কয়েকটি জায়গা ব্যবহৃত হচ্ছে টিকাদানের অনুষঙ্গ হিসাবে। ক্রিকেট স্কোর-বোর্ডে দেয়া হচ্ছে বিভিন্ন তথ্য ঘোষণা। সভাকক্ষে আছে স্বাস্থকর্মীদের অস্থায়ী আবাসন।
এই প্রথমবার নয়, এর আগেও লর্ডসকে ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ কাজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমানবাহীনির নিয়োগ কেন্দ্র হিসাবে ব্যাবহৃত হয়েছে এই গ্রাউন্ড। আগামী জুনে টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনালও হওয়ার কথা রয়েছে লর্ডসে।
Leave a reply