করোনার মধ্যে বেড়েছে বৈদেশিক ঋণ প্রবাহ

|

করোনার মধ্যে বৈদেশিক ঋণ প্রবাহ বেড়েছে। আগের একই সময়ের তুলনায় গেল জুলাই-ডিসেম্বর মাসে বৈদেশিক ঋণের ছাড় বেড়েছে ১০ শতাংশ। তবে এ সময়ে কমেছে অনুদানের পরিমাণ।

ঋণ এবং অনুদান মিলে ছয় মাসে ২৯৯ কোটি ডলার ছাড় করেছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ। এমন তথ্য জানিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। একইসাথে রাজস্ব আয়ে কম গতি এবং প্রণোদনার ব্যয় জোগাতে সরকার দাতাদের কাছে বড় অঙ্কের বাজেট সহায়তা চেয়েছে।

সরকারের আবেদনে সাড়া দিয়ে ইতোমধ্যে ৩২ কোটি ডলারের বাজেট সহায়তা দিয়েছে জাপান। উন্নয়ন সহযোগীদের ছাড় করা অর্থের মধ্যে ঋণ আকারে এসেছে ২৮৮ কোটি ডলার। বাকি ১১ কোটি ডলার এসেছে অনুদান হিসেবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply