বিশ্ববিদ্যালয় জীবনের অ্যাসাইনমেন্ট এবং থিসিস পেপারে জমে থাকা উদ্ভাবনী আইডিয়াগুলোকে বাস্তবে রূপ দিতে দেশব্যাপী শুরু হচ্ছে বাংলাদেশ হাইটেক পার্ক ও আইইবির বিশেষ উদ্যোগ ‘ইউনিবেটর’।
শুক্রবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আয়োজনের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই আয়োজনে বিশ্ববিদ্যালয় জীবনের থিসিস পেপার জমা দিয়ে অংশ নিতে পারবে যে কেউ। আগ্রহীদের প্রশিক্ষিত করার জন্য থাকবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক ‘মেন্টর’ ব্যবস্থা।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিষয়ভিত্তিক স্বপ্ন গুলোকে পণ্য বা সেবায় রূপ দিতেই এমন আয়োজন বলে জানান উদ্যোক্তারা।
Leave a reply