হংকংয়ের নাগরিকদের জন্য ব্রিটেনে নতুন ভিসা ব্যবস্থা চালু হচ্ছে

|

হংকংয়ের নাগরিকদের জন্য ব্রিটেনে নতুন ভিসা ব্যবস্থা চালু

হংকংয়ের নাগরিকদের জন্য ব্রিটেনে নতুন ভিসা ব্যবস্থা চালু হতে যাচ্ছে রোববার। স্মার্টফোন অ্যাপ ব্যবহার করেই করা যাবে আবেদন। ভিসা পাওয়ার পাঁচ বছর পর স্থায়ী আবাসন এবং আরও এক বছর পর ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তারা।

হংকংয়ের ব্রিটিশ ন্যাশনাল ওভারসিজ পাসপোর্টধারীরা এবং তাদের পরিবারের সদস্যরা এ আবেদন করতে পারবেন। ভিসার শর্তপূরণে সক্ষম মানুষের সংখ্যা হংকংয়ে ২৯ লাখ। তাদের ঘনিষ্ঠ স্বজন আরও ২৩ লাখ। সবমিলিয়ে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার সুযোগ খুলে গেলো অর্ধকোটির বেশি হংকংবাসীর জন্য। যা চীনশাসিত অঞ্চলটির মোট জনগোষ্ঠীর ৭০ শতাংশ। আগামী পাঁচ বছরে প্রায় তিন লাখ মানুষ এ সুবিধা নেবেন বলে মনে করছে লন্ডন।

গেলো বছর হংকংয়ে চীন আরোপিত নতুন নিরাপত্তা আইন কার্যকর হয়। সেসময় সাবেক উপনিবেশের বাসিন্দাদের জন্য এ ভিসা চালুর ঘোষণা দেয় যুক্তরাজ্য। অভ্যন্তরীণ ইস্যু দাবি করে এতে হস্তক্ষেপ না করতে ব্রিটিশ সরকারকে সতর্ক করেছে বেইজিং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply