নারীদের জন্যে চাই নিরাপদ ইন্টারনেট সেবা!

|

নারীদের জন্যে চাই নিরাপদ ইন্টারনেট সেবা!

ডিজিটাল বাংলাদেশ গড়তে নারীদের জন্যে নিরাপদ ইন্টারনেট ব্যবস্থা গড়ে তুলতে হবে। সকালে অনলাইনে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনারে এই আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বলেন, নারীর অর্থনৈতিক অগ্রগতির জন্যে ইন্টারনেট সেবাকে কাজে লাগাতে হবে। বক্তারা অভিযোগ করেন, গ্রামের চেয়ে শহরে ইন্টারনেটের মাধ্যমে নারীদের বেশি হয়রানি করা হচ্ছে। এ জন্য ব্যপক সচেতনতা তৈরির তাগিদ দেন আইএসপি অ্যাসোসিয়েশন সভাপতি এম এ হাকিম। বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশজুড়ে প্রচার কার্যক্রম শুরু করা হবে।

বিভাগীয় শহরে সাইবার ট্রাইবুন্যাল গড়ে তোলার আহ্বান জানান, ডিএমপির সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা সাইদ নাসিরুল্লাহ। বলেন, একটি মাত্র ট্রাইবুন্যাল থাকায় মামলা জট তৈরি হয়েছে। বিচার পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply