প্রথম দুই ধাপে ৮৪টি পৌরসভার পর তৃতীয় ধাপে ৬২টি পৌরসভায় ভোট আজ শনিবার (২৯ জানুয়ারি)। সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা ভোট নেওয়া হবে বিকেল ৪টা পর্যন্ত। এই ধাপের সবগুলো পৌরসভায় ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হবে।
এরই মধ্যে ভোটের সব ধরনের প্রচার শেষ হয়েছে। নির্বাচনি পরিবেশ-পরিস্থিতি নিয়ন্ত্রণে চার স্তরের নিরাপত্তা থাকছে ভোটের পরদিন পর্যন্ত। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব), পুলিশ ও আনসার সদস্যরা টহল শুরু করেছেন আজ শুক্রবার (২৯ জানুয়ারি) থেকেই।
এই ধাপে ৬৪ পৌরসভায় ভোটের জন্য তফসিল ঘোষণা হয়েছিল। তবে ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় একজন মেয়র প্রার্থীর মৃত্যুতে সেখানকার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ফলে ভোট হচ্ছে ৬৩টি পৌরসভায়।
Leave a reply