বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে শীতের সকালে সড়কের পাশে আগুন শুকাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ঘটেছে একজনের। নিহত ব্যক্তির নাম নিথোয়াই উ মার্মা (৫০)। তিনি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার কারবারি (পাড়া প্রধান)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার বাসিন্দা কারবারি নিথোয়াই উ মার্মা সড়কের পাশে আগুন জ্বালিয়ে শীত নিবারণের জন্য অবস্থান করছিল। এ সময় সড়ক দিয়ে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা নিথোয়াই উ মার্মাকে চাপা দেয়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা নিথোয়াই উ মার্মাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুরুংগো বাজার পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মো. সুলতান জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। নিথোয়াই উ মার্মার লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএইচ/
Leave a reply