প্রথমবার মেধার ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের পদক্ষেপ নিচ্ছে আমিরাত

|

প্রথমবার মেধার ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের পদক্ষেপ নিচ্ছে আমিরাত

প্রথমবারের মতো মেধার ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের পদক্ষেপ নিতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। জাতীয় স্বার্থ বিবেচনায় এবং উন্নয়ন অব্যাহত রাখতে বিজ্ঞানী-চিকিৎসক-প্রকৌশলী-শিল্পী-সাহিত্যিকসহ নানা পেশার মানুষ দ্বৈত নাগরিকত্ব পাবেন।

শনিবার টুইট বার্তায়, দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক- শেখ মোহাম্মদ বিন রশিদ আল মখতুম জানান এ তথ্য। বলেন, এখন থেকে বিদেশি বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতাসম্পন্ন পেশাজীবী ও তাদের পরিবারের সদস্যদের নাগরিকত্ব দেবে মধ্যপ্রাচ্যের দেশটি।

তবে এজন্য কোনো আবেদন প্রক্রিয়ার ব্যবস্থা থাকবে না। নিজস্ব সিদ্ধান্তে যোগ্য ব্যক্তিদের মনোনীত করবেন আরব আমিরাতের রাজপরিবারের সদস্য এবং সরকারের শীর্ষ কর্মকর্তারা। পরে মন্ত্রিসভা দেবে চূড়ান্ত অনুমোদন।

মহামারি, তেলের দরপতন এবং লাখো অভিবাসী শ্রমিকের দেশে ফেরার সিদ্ধান্তের মধ্যেই এ পদক্ষেপ নিলো দুবাই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply