নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে দুঃসাহসিক গণচুরি সংঘটিত হয়েছে। শনিবার ভোররাতে সংঘবদ্ধ চোরের দল শালিখা বাজারের অন্তত ১৪টি দোকানের তালা কেটে নগদ টাকাসহ মালামাল চুরি করে।
এসময় চোরেরা শালিখা বাজারের সভাপতি সাজ্জাত হোসেন সরদারের সার-কীটনাশকের দোকান, প্রভাষক এস. আর. আওয়াল এর ঔষধের দোকান, আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, আরিফুল ইসলাম খোকনের ভ্যারাইটিস ষ্টোর, জহুরুল ইসলামের মোবাইলের দোকান, মনিরুলের মুদিখানা, লিটনের চায়ের দোকান, আসাদুলের ফ্লেক্সিলোডের দোকান, বিশ্বজিৎ সেনের মুদিখানা, আনারুলের ফলের দোকান, আলিমুদ্দীন গাজীর কম্পিউটারের দোকানসহ ১৪টি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
প্রতিদিনের বৈকালিক বাজার হওয়াতে শালিখা বাজার অনেক রাত পর্যন্ত খোলা থাকে। রাতের কোন একসময়ে চোরেরা গণহারে চুরি করে।
বাজারের চায়ের দোকানদার আরিফুল ইসলাম খোকন বলেন, ‘আমিসহ অনেক দোকানদার মিলে বহুবার বাজার কমিটির কাছে বাজারে নৈশপ্রহরীর নিয়োগের আবেদন নিবেদন করলেও তারা কর্ণপাত করেনি বিধায় আজ চোরেরা এমন ঘটনা ঘটাতে পারলো। বাজার কমিটির উদাসীনতাই আজ আমাদের পথে বসালো।’
সকালে বাজারে গিয়ে দেখা যায় অনেক দোকানদার রাস্তার উপর বসে অঝোরে কাঁদছে। প্রায় সর্বশান্ত হওয়া ব্যবসায়ীরা প্রশাসনের কাছে চোর সনাক্তসহ ক্ষতিপূরণের দাবি জানান।
এ বিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর চক্র আটকে অভিযান চলছে।
Leave a reply