চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে আদালতে চার্জাশিট জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (৩১ জানুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা মহানগর আদালতের এই চার্জশিট জমা দেন।
গত ৬ অক্টোবর সকালে নগরীর দক্ষিণ নালাপাড়া এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস রুবেলকে (২৫) হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় বাসার পেছনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্র জানায়, দিদারুল আলম মাসুমের পরিকল্পনায় আইনাল কদের নিপুর নেতৃত্বে সুদীপ্তকে হত্যার ঘটনা ঘটানো হয়। ঘটনার দিন রাতেই বন্দর নগরীর সদরঘাট থানায় একটি মামলা করেন নিহতের বাবা বাবুল বিশ্বাস।
এরআগে, ২০১৯ সালের ৪ আগস্ট দিদারুল আলম মাসুমকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল পিবিআই। পরে তিনি জামিনে ছাড়া পান।
Leave a reply