নেপালে পার্লামেন্ট ভবনের সামনে ওলি বিরোধী আন্দোলনে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ

|

পার্লামেন্ট ভবনের সামনে কে.পি. ওলি শর্মা বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। সোমবারের এই গণ্ডগোলে বেশ কয়েকজন আহত হন।

ক্ষমতাসীন দল এসসিপি’র ছাত্র সংগঠন ‘অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়ন’ আয়োজন করেছিলো ফ্ল্যাশ মবের। তাদের ছত্রভঙ্গে পুলিশ বাধা দিলে শুরু হয় পাল্টাপাল্টি সংঘাত। অভ্যন্তরীন রাজনৈতিক কোন্দলের মধ্যেই গেলো ২০ ডিসেম্বর পার্লামেন্ট বিলোপ করেন প্রধানমন্ত্রী কে পি ওলি শর্মা। এরপরই, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেন তিনি। একে অসাংবিধানিক আখ্যা দিয়ে, দলীয় সদস্যপদ বাতিল করা হয় ওলির।

অন্যদিকে, পার্লামেন্ট বিলোপের বিষয়ে এক সপ্তাহের মধ্যে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রীকে জবাবদিহির নির্দেশ দিয়েছেন আদালত। একইসাথে, তার বিরুদ্ধে দায়ের করা ডজন খানেক মামলার রায়ও আসবে চলতি মাসে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply