অন্যান্য ভ্যাকসিন ২ ডোজ প্রয়োজন হলেও বঙ্গভ্যাক্স ১ ডোজ ব্যবহার করলেই হবে বলে মন্তব্য করেছেন গ্লোব বায়োটেকের প্রধান কাকন নাগ।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা জানান।
এসময় তিনি অভিযোগ তোলেন, মানবদেহে বঙ্গভ্যাক্স টিকার ট্রায়ালের আবেদন ঝুলে আছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ-বিএমআরসিতে। আবেদনের ৩ সপ্তাহ পেরোলেও অনুমোদন মিলছে না।
কাকন নাগ বলেন, বঙ্গভ্যাক্সে প্রাকৃতিক রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে; তাই এটি অনেক ভ্যাকসিনের তুলনায় নিরাপদ। অন্যান্য ভ্যাকসিন ২ ডোজ প্রয়োজন হলেও বঙ্গভ্যাক্স ১ ডোজ ব্যবহার করলেই হবে।
তথ্যমন্ত্রী আশা করেন, দ্রুত ট্রায়াল শেষে বঙ্গভ্যাক্স বাজারে আসবে।
Leave a reply