সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে আপন ছোট ভাই পারভেজ মিয়া(৩৮)। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের জামুরাইল গ্রামে ঘটেছে এই ঘটনা।
নিহত পারভেজ মিয়া জামুরাইল গ্রামের লিলু মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই সমুজ মিয়ার (৬০)কে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন।
স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীদের পক্ষ নিয়ে সংঘর্ষ বাঁধে দুই ভাইয়ের মধ্যে। এ সময় বড় ভাই সমুজ মিয়ার বল্লমের আঘাতে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পারভেজ মিয়াকে। সন্ধ্যায় হাসপাতালেই চিকিতসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এরই মধ্যে ঘাতক বড় ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
Leave a reply